
বরাবরই বাংলাদেশের কোচিং প্যানেলে দেশিয় কোচরা কেনো নেই এ নিয়ে প্রশ্ন উঠে। মোহাম্মদ সালাউদ্দিনদের মতো অনেককেই ক্রিকেট ভক্তরা দেখতে চায় টাইগারদের হেড কোচ হিসেবে। যদিও নানা কারণেই তা হয়ে উঠেনি কখনো। এর মাঝে তামিম ইকবাল তো বলেই ফেলেছেন, দেশিয় কোচদের মধ্যে কারোরই বাংলাদেশের হেডকোচ হওয়ার মতো অবস্থা তৈরি হয়নি। তামিমের কথায় তখন সায় দিয়েছিলেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। এবার আবারও এ নিয়েই কথা বললেন বিপিএলের সবচেয়ে সফল এই কোচ।
শনিবার (১৯ অক্টোবর) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘এখানে কেনো কাজ করা হয়নি তা আমি আগেও বলেছি। দীর্ঘ ১৫ বছর আমার বাইরের অর্গানাইজেশনের সঙ্গে কাজ করে পেট চালাতে হয়েছে। হুট করে তো কোনো কিছু ফেলে আসাও সম্ভব না। যদি আমি বোর্ডের কোচ হতাম, তাহলে আমাকে বললেই যেকোনো সময় ঢুকে যেতে পারতাম। কিন্তু, এখানে আমার অনেক কিছুই চিন্তা করতে হয়।’
তবে বিসিবির সাথে কাজ করার এখনো ইচ্ছা আছে মোহাম্মদ সালাউদ্দিনের। এ ব্যাপারে তিনি জানান, ‘আমার সাথে উনাদের কথা হচ্ছে এখন। দেখি কী হয়। একেবারে যে এখানে কাজ করতে আমার ইচ্ছে নেই, ব্যাপারটা এমন না। এখনো ইচ্ছে আছে। তবে আপনাদেরও বুঝতে হবে আমি কিন্তু বোর্ডের কর্মী না। শেষ ১০/১৫ বছরও বিসিবির সাথে চুক্তিবদ্ধ ছিলাম না।
তবে এর আগেও বাংলাদেশ ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে তিনি ছিলেন। তবে নতুন করে সহকারী হিসেবে তারা আসার ইচ্ছে নেই। এ বিষয়ে প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি। এখানে যে শুধু অর্থনৈতিক ব্যাপার আছে এমনটা না, সালাউদ্দিন বললেন সহকারী কোচ হিসেবে তার আছে বাজে অভিজ্ঞতারও। মনের ভেতর এখনও তা পুষে রেখেছেন তিনি।
বিপিএলের সবচেয়ে সফল এই কোচ কথা বলেছেন তার বর্তমান কর্মকাণ্ড নিয়েও। তিনি এখন একটি একাডেমির কোচ হিসেবে দায়িত্বরত আছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তাদেরকে হুট করে ফেলে আসতে পারবো না। কারণ, তারাই এত বছর আমাকে খাইয়েছে, পরিয়েছে। সবকিছুই একটা সময়ের ব্যাপার। চিন্তা-ভাবনা করেই আগাতে হবে, যাতে সবকিছুই সুন্দর ভাবে হয়, এবং তাতে সকলের মঙ্গল হয়।’
