
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। কয়েকজন ক্রিকেটার বাদে সবাই হয়েছেন ব্যর্থ। যেখানে বলার মতো কিছু করতে পারেননি বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হাসান শান্তও। ম্যাচ শেষে তাই আলাদা করে কাউকে দোষ দিতে নারাজ তিনি।
প্রোটিয়াদের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০৬ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে তাইজুলের জাদুতে শুরুতে ধাক্কা খেলেও শেষ পর্যন্ত কাইল ভেরেইনার সেঞ্চুরি ও মাল্ডারের ফিফটিতে বাংলাদেশের চেয়ে ২০২ রানে এগিয়ে থেকেই নিজেদের প্রথম ইনিংস শেষ করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে আবারও ব্যাটিং ধ্বসে পড়ে স্বাগতিকরা। শেষ পর্যন্ত মিরাজের ৯৭ রান এবং নবাগত জাকের আলীর ফিফটিতে ইনিংস ব্যবধানে হারের লজ্জা থেকে বাঁচে বাংলাদেশ। কিন্তু, টাইগারদের দেওয়া মাত্র ১০৫ রানের টার্গেট, ৭ উইকেট হাতে রেখেই জিতে যায় প্রোটিয়ারা। অর্থাৎ, ঘরের মাঠে বড় হারের লজ্জা নিয়েই সিরিজে ১-০ তে পিছিয়ে গেলো বাংলাদেশ।
এদিকে ঢাকা টেস্টের দুই ইনিংসেই ব্যাট হাতে ব্যর্থ হোন নাজমুল হোসান শান্ত। প্রথম ইনিংসে মাত্র ৭ রান করা শান্ত দ্বিতীয় ইনিংসে আউট হোন ২৩ রান করে। ম্যাচ শেষে তাই আলাদা করে কাউকে দোষ দিতে নারাজ তিনি। শান্ত বলেন, ‘আমরা দল হিসেবেই এই ম্যাচ হেরেছি। কাউকে নির্দিষ্ট করে দোষ দিতে চাই না। আমরা সবাই হেরেছি।’
প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে মিরাজের লড়াকু ৯৭ রানের জন্যই ইনিংস ব্যবধানে হারের থেকে মুক্তি পায় বাংলাদেশ। এই অলরাউন্ডারকে নিয়ে তাই আলাদা করে প্রশংসা করতে ভুল করেননি শান্ত। তিনি বলেন, ‘আমরা ২০০ রানে পিছিয়ে ছিলাম, সেখান থেকে ম্যাচে ফিরতে পারাটাও দারুণ ছিলো। মিরাজ অসাধারণ খেলেছে।’
এছাড়া বাংলাদেশের অধিনায়ক মানছেন ব্যাটারদের ব্যর্থতা। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্যাটিং ইউনিট হিসেবে আমাদের আরও দায়িত্ব নিতে হবে। অনেক উন্নতির জায়গা আছে এখানে। বোলারদের আরও উন্নতি করতে হবে। পরের ম্যাচে আমরা দল হিসেবেই ভালো খেলতে চাই।’
এদিকে প্রথম টেস্টে জিতে খুশি প্রোটিয়াদের অধিনায়ক। উপমহাদেশের মাটিতে ব্যাটাররা ভালো করায় তিনি আনন্দিত। আলাদা করে প্রশংসা করেছেন সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনার এবং পেসার কাগিসো রাবাদার।
আগামী ২৯ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্টে চট্টগ্রামে মুখোমুখি হবে বাংলাদেশ। যেখানে স্বাগতিকদের প্রধান লক্ষ্যই থাকবে ভালো খেলে হোয়াইটওয়াশ এড়ানোর।
