Google search engine

আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতেও সহজ জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। আজ শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে ৫ উইকেটের জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ব্যাট হাতে এদিন টাইগ্রেস অধিনায়ক করেন ৩৯ বলে ৪০ রানের ইনিংস। পরে ম্যাচসেরাও হয়েছেন জ্যোতি, যা অবাক হয়েছেন তিনি নিজেও।

পরে ম্যাচ সেরা হয়ে সংবাদ সম্মেলনে জ্যোতি বলেন, ‘একদম হুট করে (ম্যাচ সেরা)। আমি পুরোপুরি সারপ্রাইজড। আমার মনে হয়েছিল, পিংকি আপু হবেন। এটাও আসলে ম্যাটার করে না। দলের জয়ে অবদান রাখতে পেরেছি, এটাই গুরুত্বপূর্ণ। ম্যাচটা শেষ করতে পারলে ভালো লাগতো।’

দুই ম্যাচের জয় নিয়ে জ্যোতি বলেন, ‘আমরা যা করছি, রেকর্ড হয়ে যাচ্ছে। এটা হলো বিষয় (হাসি)। হয়তো আগে করতে পারিনি, এই কারণে হচ্ছে। ভালো লাগে। দেখেন অনেক দিন ধরে এই ক্রিকেটাররা কষ্ট করছে। ম্যাচ জিততে না পারায় অনেক সময় নেতিবাচকতা বেশি থাকে। দলকে উজ্জীবিত করার যতোই চেষ্টা করেন না কেন, ওইটা থাকে। তবে দলের জন্য জয় অনেক বড় ব্যাপার। খারাপ করলে অনেক কিছু চলে আসে যে এটা নেই, ওটা ভালো না। এখনও যে খারাপ কিছু নেই, তা নয়। তবে ভালোর পরিমাণটাই এবার বেশি।’

মিরপুরের উইকেট নিয়ে অধিনায়ক বললেন, ‘আজকে উইকেট অনেক ভালো ছিল। সকালে হয়তো একটু নিচু ছিল। পরে ভালো হয়ে গেছে। আমার মনে হয়, আয়ারল্যান্ড গত ম্যাচের চেয়ে আজকে ভালো খেলেছে। আমরা যদি বোলিংটা আরেকটু ভালো করতে পারতাম, ২০-৩০ রান কমতো। আমাদের জন্য আরেকটু ভালো হতো।’

নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে টাইগ্রেস অধিনায়কের বক্তব্য, ‘তবে আমরা যেভাবে শুরু করেছি, পিংকি আপু ধারাবাহিক ছিলেন, আজকে তার ইন্টেন্ট ভিন্ন ছিল। সুপ্তা আপু আবার ভালো অবদান রেখেছেন। সব মিলিয়ে ব্যাটাররা যখন ভালো রান করে, দলের জন্য একটা ভালো ইমপ্যাক্ট ফেলে।’

Google search engine