Google search engine

জয় দিয়ে শুরুর পরও বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দ্বিতীয় টেস্ট জিতে ১-১ ব্যবধানে সিরিজ ড্র করে। আজ (রোববার) থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মুখোমুখি হচ্ছে দুই দল। প্রথম ওয়ানডের আগে গতকাল শনিবার সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ জয় দিয়ে বছর শেষ করার লক্ষ্য জানিয়েছেন।

শাই হোপ বলেন, ‘আমরা গত কয়েক মাসে অনেক ক্রিকেট খেলেছি। ভালোও করেছি। বেশিরভাগ সময় আমরা ব্যক্তিগতভাবে ক্রিকেট খেলেছি। এখন আমাদের দল হিসেবে ভালো করতে হবে। এখানে সবাই নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিটা সেরে নিচ্ছে। ছেলেরা ম্যাচের জন্য প্রস্তুত আছে।’

র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা বাংলাদেশকে হারিয়ে নিজেদের রেটিং-ও বাড়িয়ে নিতে চান উইন্ডিজ দলনেতা, ‘(ভালোভাবে বছর শেষ করা) অনেক গুরুত্বপূর্ণ। আমরা একটা কথা সবসময় বলি, প্রতিটি ম্যাচই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। র‍্যাঙ্কিংয়ে ভালো করা বা এসব কারণে আমরা আরও ভালো ক্রিকেট খেলতে চাই। দল হিসেবে আরও অনেক ধারাবাহিক হতে চাই। ক্যারিবিয়ানে খেলে ছেলেরা অনেক অভিজ্ঞ। আমরা জানি বাংলাদেশ র‍্যাঙ্কিংয়ে আমাদের চেয়ে এগিয়ে আছে। ফলে এটা আমাদের জন্য ভালো সুযোগ ভালো ক্রিকেট খেলে উন্নতি করা।’

দলের তরুণ ক্রিকেটারদের নিয়ে হোপ বলেন, ‘আসলে অত বেশি সময় পাওয়া যায়নি। তারা দারুণভাবে মানিয়ে নিয়েছে এখানে। মাত্র কয়েক ঘণ্টা পেলাম তাদের একসঙ্গে। আমরা দল হিসেবে ভালো করতে চাই। ফলে তাদের দু’হাত মেলে স্বাগত জানিয়েছি। তাদের বলতে চাইব, প্রক্রিয়াটা চালিয়ে যেতে, এই পর্যন্ত আসতে তারা যা করেছে। কোচিং স্টাফ ও আমার মত অভিজ্ঞরা অনেক অভিজ্ঞতা শেয়ার করবে, যারা অনেকদিন ধরে খেলছে এবং অনেক অভিজ্ঞ। ফলে দারুণ রোমাঞ্চের ব্যাপার তাদের জন্য। যারা দীর্ঘ সময় ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চায়, এটি তাদের জন্য ভালো সুযোগও।’

আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। একদিন বিরতি দিয়ে পরের ম্যাচ ১০ ডিসেম্বর এবং সিরিজের শেষ ম্যাচ হবে ১২ ডিসেম্বর। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে।

Google search engine