Google search engine

পার্থ থেকে অ্যাডিলেড-ভেন্যু বদলানোর সঙ্গে বদলে গেল বলের রং। ভারতেরও রূপ পাল্টে গেল মুহূর্তেই। সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার সামনে চোখে রীতিমতো অন্ধকার দেখেছে ভারত। অ্যাডিলেডে এশিয়ার দলটি কেবল ইনিংস পরাজয়ই এড়াতে পেরেছে।

সিরিজে সমতায় ফিরতে অস্ট্রেলিয়ার সামনে অ্যাডিলেডে লক্ষ্য ছিল ১৯ রান। অজিদের এই মামুলি লক্ষ্য তাড়া করতে লেগেছে কেবল ২০ বল। গোলাপি বলের টেস্টে ভারতকে ১০ উইকেটে হারিয়েছে স্বাগতিকেরা। নাথান ম্যাকসুইনি ও উসমান খাজা করেন ১০ ও ৯ রান। ম্যাকসুইনি মেরেছেন ২ চার। একটি চার এসেছে খাজার ব্যাট থেকে। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।

দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১২৮ আজ তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। তাদের নামের পাশে ২৪ ওভার। দিনের খেলা শুরুর প্রথম ওভারেই সফরকারীরা হারায় ঋষভ পন্তের উইকেট। ২৫তম ওভারের শেষ বলে পন্তকে ফেরান মিচেল স্টার্ক। ৩১ বলে ২৮ রান করা পন্ত ফিরলে ভারতের স্কোর হয়ে যায় ৬ উইকেটে ১২৮ রান। তখনো তারা ২৯ রানে পিছিয়ে।

২৫ রানের ব্যবধানে ভারত আরও ২ উইকেট হারালে ভারতের সামনে তৈরি হয় ইনিংস পরাজয়ের শঙ্কা। কারণ, ৮ উইকেটে ১৫৩ রানে পরিণত হওয়া ভারত বাকি ৪ রানের আগেই যে গুটিয়ে যাবে না, সেটার কি কোনো নিশ্চয়তা আছে!

Google search engine