Google search engine

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল আবারও এশিয়া কাপের শিরোপা ঘরে তুলেছে। এবারের শিরোপা এসেছে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বে। দুবাইয়ে পরশু যখন তামিমের হাতে ট্রফি ওঠে, তখন সুদূর দু্বাই থেকে আনন্দ ছড়িয়ে পড়েছে ঢাকায়। দেশে ফিরে বিমানবন্দরে দাঁড়িয়ে এই তরুণ তুর্কি জানালেন, এবার তাঁর লক্ষ্য বিশ্বকাপ।

এশিয়া কাপ জয় করে তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ দল গত রাতে ফিরেছে ঢাকায়। বিমানবন্দরে নামা মাত্রই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তারা তাদের ফুল দিয়ে বরণ করেছেন। বাংলাদেশের শিরোপা উৎসবের ছবি সংবলিত একটি কেক কাটা হয়েছে। সংবাদকর্মীদের পাশাপাশি অনেক ভক্ত-সমর্থক ছিলেন সেখানে। ট্রফি হাতে অধিনায়ক তামিমের সঙ্গে সেলফি তুলতে ভক্তরা তাঁকে ঘিরে ধরেন। বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে সাংবাদিকদের যুব এশিয়া কাপ জয়ী অধিনায়ক বলেন, ‘আমাদের জন্য বিশ্বকাপ হবে সবচেয়ে বড় পরীক্ষা। আমরা প্রস্তুত হচ্ছি এবং আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি।’

এশিয়া কাপে তামিম এবং তাঁর দলের পারফরম্যান্স শুধু মাঠেই নয়, জয় করেছে গ্যালারির হৃদয়ও। দুবাইয়ে প্রবাসী বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে নিয়মিত। ব্যতিক্রম ছিল না দুবাইয়ে পরশু অনুষ্ঠিত ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচেও।

তামিম বলেন, ‘গ্যালারি থেকে যখন আল্লাহু আকবর ধ্বনি শোনা যাচ্ছিল, সেটা একজন মুসলিম হিসেবে আমাকে ভীষণ গর্বিত করেছে। আমাদের সমর্থনে যারা সকাল থেকে মাঠে ছিলেন, তাদের জন্যই আমরা খেলাটা আরও বেশি উপভোগ করেছি। এই ট্রফি শুধুমাত্র আমাদের নয়, পুরো দেশের জন্য। মাঠে প্রবাসী দর্শকদের সমর্থন দেখে মনে হয়েছে, আমরা শুধু খেলছি না, দেশের নাম উজ্জ্বল করছি।’

টানা দুইবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতল বাংলাদেশ। চিরচেনা দুবাইয়ে শিরোপা ধরে রাখতে পেরে তামিম যে কতটা তৃপ্ত, সেটা তাঁর অভিব্যক্তি বলে দিচ্ছে। বাংলাদেশ অধিনায়ক গত রাতে বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের এই সাফল্য দলগত পরিশ্রম আর আত্মবিশ্বাসের ফসল। আমরা শুরু থেকেই একে অপরের পাশে ছিলাম। অনূর্ধ্ব-১৫, ১৬, ১৭ স্তর থেকে এই দলটা গড়ে উঠেছে। সবার পরিশ্রমের ফলেই আজ আমরা চ্যাম্পিয়ন। আল্লাহ আমাদের সেই কষ্টের পুরস্কার দিয়েছেন।’

Google search engine